ঝালকাঠিতে যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর ফারসু গ্রেফতার

ঝালকাঠি পৌরসভার সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা শাহ আলম খান ফারসুকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ জুন) রাতে শহরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।


তিনি ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এবং পৌরসভার সাবেক নির্বাচিত কাউন্সিলর। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মুক্তা বেগম (৩৩) নামে এক নারীর গর্ভের সন্তান নষ্ট এবং ২০২২ সালের ৫ জানুয়ারি বিএনপির গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে আয়োজিত বিক্ষোভ মিছিলে হামলা ও বোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় ফারসুকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলাটি দায়ের করেন ঝালকাঠি জেলা মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তা বেগম।

মামলার অভিযোগে বলা হয়, ওইদিন সকালে বিএনপির মিছিলে দেশীয় অস্ত্র ও ককটেল বোমা নিয়ে হামলা চালায় অভিযুক্তরা। হামলায় মুক্তা বেগম, যিনি সে সময় তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন, গুরুতর আহত হন। তার অভিযোগ, হামলাকারীদের মারধর ও লাথির আঘাতে তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়।


এ ঘটনায় মুক্তা বেগম ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর ঝালকাঠি সদর থানায় মামলা দায়ের করেন।


গ্রেফতার শাহ আলম খান ফারসুকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *