নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। শনিবার ৫জুলাই বিকেল সাড়ে তিনটার দিকে নারায়ণগঞ্জের চাষাড়ায় ব্লু পিয়ার রেস্টুরেন্টে ১০১ সদস্য বিশিষ্ঠ এ নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন আব্দুল রশিদ। এ অনুষ্ঠানটি সঞ্চানলায় ছিলেন মো: সাইদুর রহমান সাইদ। নতুন কমিটির সভাপতি হচ্ছেন হাজী মো: মারফত আলী মিজি। সাধারণ সম্পাদক হচ্ছেন মো: ফারুক হোসেন। এ কমিটিতে সহ সভাপতি হচ্ছেন কাজী মাহমুদ, জুবায়ের আলম (খোকন), আল আমিন (অপু), কাজী মতিন, হাজী শওকত আলী, হাজী আব্দুর রশিদ, আহমাদুল কবির মোল্লা, শামীম আহম্মেদ (স্বপন), মো: জাকির আকন ও সুমন বেপারী। যুগ্ম সাধারণ সম্পাদকরা হচ্ছেন আশরাফুল ইসলাম হুমায়ুন, মো: সাইদুর রহমান সাইদ, মো: সোহেল, মো: মাসুদ মিয়াসহ কোষাধ্যক্ষ হচ্ছেন হাজী মো: মুকুল মাদবর।