মুন্সীগঞ্জে কৃষি অফিসে পার্টনার কংগ্রেসের সভা

মো: আনোয়ার হোসেন
মুন্সীগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেসের এক সভা অনুষ্ঠিত হয়। রোববার ২২ জুন সকাল ১০টার দিকে সদরের ইসলামিক ফাউন্ডেশনের মডেল মসজিদের অডিটরিয়ামে এ সভাটি অনুষ্ঠিত হয়। ২০২৪-২০২৫ অর্থ বছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন,এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওয়াতায় পার্টনার কংগ্রেসের এ সভাতে উদ্বোধনী ও সমাপনি বক্তব্য প্রদান করেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠান শুরুতে কোরআন থেকে তালায়াত করেন এ অফিসের অবসরপ্রাপ্ত কর্মচারী মো: আবুল হাসেম। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদর উপজেলা সমবায় অফিসার রেজাউল বারী, প্রাণী সম্পদ অফিসার ডা: মোর্শেদ উদ্দিন আহমেদ, সমাজসেবা অফিসার মিহির কুমার পাইক ও সাংবাদিক সুজন পাইক। এ অনুষ্ঠানটি সঞ্চালয়না করেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি অফিসার মো: মোকারম। পার্টনার কংগ্রেসের দুইজন সদস্য কৃষক ও কৃষানী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তারা হচ্ছেন বজ্রযোগিনীর সিরাজ খান ও চরকেওয়ারের সালেহা আক্তার। এ অনুষ্ঠানে প্রায় ৭০জন কৃষক ও কৃষানী পার্টনার কংগ্রেসের সদস্য হিসেবে এখানে উপস্থিত হন। এ প্রকল্পের এটি ছিল একটি সমাপনী অনুষ্ঠান। গত এক বছরের মতো এ প্রকল্পের আওয়াতায় সদরের প্রতিটি ইউনিয়নে স্কুল খুলে কৃষক ও কৃষানীদের কৃষি চাষ সম্পর্কে ধারণা প্রদান করা হয়।
পার্টনার কংগ্রেসের আধারা এলাকার সদস্য সুরুজ বেপারী বলেন, আমি আগে এক বিগা জমিতে ধান আবাদের জন্য ২০ কেজি ধান রোপন করতাম ছিটিয়ে ছিটিয়ে। কিন্তু আধুনিক পদ্ধতি অনুসরণ করে আমি এখন ৫কেজি ধানে সেই আবাদ করছি। এটি হচ্ছে এখানকার সুফল। আর রাসায়নিক সার জমিতে কম ব্যবহার করে সেখানে জৈব সার ব্যবহার করাতে ফলন এখন ভালো হচ্ছে বলে তিনি দাবি করেন।
সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, সদরে প্রায় ৩৫ হাজার কৃষক রয়েছে। তাদেরকে আধুনিক চাষ সম্পর্কে ধারণা প্রদানে ফারমার্স সার্ভিস সেন্টারের আওয়াতায় আনা হবে পর্যায় ক্রমে। এখানে তারা সদস্য হবে ও সঞ্চয় প্রদানে কৃষি কাজে মনোযোগী হবে। এখানে ৭টি গ্রুপে ৩৫জন করে সদস্য থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *