মোহাম্মদ সেলিম
মুন্সীগঞ্জে টাইফয়েড টিকার আওতায় আনা হচ্ছে ৪লাখ ৬৯হাজার শিশুকে। আগামী ১২ অক্টোবর থেকে শুরু হবে টিকাদান ক্যাম্পেইন। এটি চলবে এক মাস। টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় এ কমসূচি বাস্তবায়ন করা হচ্ছে। গেল বুধবার ৯ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: এটিএম ওবায়দুল্লাহ। আগামী ১২ অক্টোবর মুন্সীগঞ্জ শহরের প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দীন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে এ টিকা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
জন্মসনদ দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে ৯ মাস থেকে ১৫ বছর বয়সি সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ করে টাইফয়েড টিকা দেয়া হবে। এবং যাদের জন্মসনদ নেই এবং স্কুলে যায় না এমন শিশুদের তাৎক্ষণিক হোয়াইট তালিকার মাধ্যমে এই টিকা দেয়া হবে। এরমধ্যে ৪০ শতাংশ শিক্ষার্থী অনলাইনের মাধ্যমে টিকার জন্য রেজিস্ট্রেন কওে ফেলেছে বলে জানা গেছে।
আগামী ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত স্কুলে স্কুলে গিয়ে টিকা প্রদান করা হবে শিক্ষার্থীদেরকে। আর এরপর ১৩ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা জেলার সকল ইপি কেন্দ্র থেকে এ টিকা নিতে পারবে।
মুন্সীগঞ্জ জেলায় এবার ৪ লাখ ৬৯ হাজার শিশুকে এই টিকার আওতায় আনা হবে। এদিনের ওরিয়েন্টেশন কর্মশালয় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: এটিএম ওবায়দুল্লাহ, ডা: জসিম উদ্দিন ও ডা: সজিব হোসেন।