নিজস্ব প্রতিবেদক
সহজ মানুষের বর্তমান সংগঠক হচ্ছেন মো: শিপন। তিনি এখন এ সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন। চব্বিশ সালের মাঝামাঝিতে তিনি এর দায়িত্ব পান। এর সাধারণ সম্পাদক হচ্ছে সিমান্ত দাস। দায়িত্ব পাওযার পরে তারা মাসিক হিসেবে সন্ধ্যাকালীন সময়ে সংগীত একাডেমীতে সহজ মানুষের ব্যানারে লালন ভক্তদের নিয়ে একাধিক অনুষ্ঠানের আয়োজন করেন। তাতে শহরের গান পিঁপাসু মানুষেরা সেখানে ছুটে যেতে দেখা যায়। শুদ্ধ গানের উপচে পড়া ভীড় সেখানে সেই অনুষ্ঠানে দেখা গেছে সব সময়ে। আর তাতে লালনের গানের র্চ্চাও এখান থেকে বাড়তে থাকে।
লালনের ভক্তরা এখানে লালনের গানের র্চ্চার লক্ষে সহজ মানুষ নামে একটি সংগঠন গড়ে তুলে ২০২১ সালের ১২ মে। তখন এর সভাপতি হন শহরের নাট্য ব্যক্তিত্ব শিশির রহমান। আর সাধারণ সম্পাদক হন সাংবাদিক রাসেল মাহমুদ। এরপর বর্ষ পরিক্রমায় পালাবদলে এর দায়িত্বে আসেন নতুন মুখ হিসেবে মো: শিপন। সংস্কৃতির র্চ্চায় শিপন এ সংগঠনের আরো গতি বাড়ানোর উদ্যোগ নেন। তাতে সবার সহযোগিতায় এ সংগঠনের গতি অনেকটাই বেড়ে যায় পর্যায় ক্রমে।
নতুন হাতের ছোঁয়ায় পুরনো নেতৃত্বের পরামর্শে সহজ মানুষ ক্রমশ সহজ হয়ে মানুষের মাঝে পৌঁছে যেতে থাকে জেলা শহর থেকে উপজেলা শহরে। এতে দায়িত্বে নতুন মুখের বেশিরভাগ তরুণ নেতৃত্ব থাকলেও বেশিরভাগ লোকই কোন না কোন সংস্কৃতির র্চ্চার সাথে জড়িত রয়েছেন। এমনটি আভাস পাওয়া যায় তাদের কর্মকান্ডে। এ কারণে এটি দ্রুত সময়ের মধ্যে সবার মাঝে ইতোমধ্যে জায়গা করে নিতে পেরেছে।
মো: শিপন সহজ মানুষের মতো একটি বড় মাপের সংগঠনের দায়িত্ব পেলেও তার ঝুলিতে রয়েছে অনেক কিছু। এর পাশাপাশি অভিনয় ও আরো কয়েকটি সংগঠনের দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। তিনি থিয়েটার সার্কেল ও জালাল স্মৃতি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন ইতোপূর্বে। তবে বর্তমানে তিনি থিয়েটার সার্কেলের অর্থ সম্পাদকের দায়িত্বে নেই। তিনি স্বপ্নজুড়ির একজন প্রতিষ্ঠাতা। এ প্রতিষ্ঠান থেকে এবার ঈদে প্রায় ১০০জনের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বিগত ঈদে পথ শিশুদের মাঝে জামা কাপড় প্রদান করা হয়েছে। ঈদকে কেন্দ্র করে এ প্রতিষ্ঠানের আয়োজন থাকে বছর ভরে।
তিনি যেসব নাটকে অভিনয় করেছেন সেগুলো হচ্ছে ১৯৭১, পঞ্চ ভূতের রঙ তামাশা, সুবচন নির্বাসন, নকশি কাথার মাঠ, মধুবালা ও ধুমকেতু। ধুমকেতু নাটকটি বিটিভিতে প্রচার হয়। তিনি ইতোপূর্বে বিজ্ঞাপন চিত্রেও কাজ করেছেন।