মোহাম্মদ সেলিম
মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সাথে ক্যাচ বাংলাদেশ লিমিটেডের এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর সোয়া ১২টার দিকে রামপাল ইউনিয়ন পরিষদের ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পর্যায়ে গ্রাম্য আদালতে আইন ও বিচার ব্যবস্থা নিয়ে এখানে অ্যাপসের মাধ্যমে ব্যাপক আলোচনা হয়। ক্যাচ বাংলাদেশ লিমিটেডের পক্ষে উপস্থিত ব্যক্তিদের মধ্যে তথ্য প্রযুক্তি মাধ্যমে আইন ও বিচার ব্যবস্থা আলোকপাত করেন প্রকেক্ট ম্যানেজার ইমতিয়াজ আল কাফি, প্রধান প্রযুক্তি অফিসার সামিউর রহমান ও সফটওয়ার ইঞ্জিনিয়ার ডিএম বিকাশ। রামপাল ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিসহ সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য প্রায় ২০জন ব্যক্তি এ সেমিনারে অংশ নেন।