রামপালে ক্যাচ বাংলাদেশ লিমিটেডের সেমিনার অনুষ্ঠিত

মোহাম্মদ সেলিম
মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সাথে ক্যাচ বাংলাদেশ লিমিটেডের এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর সোয়া ১২টার দিকে রামপাল ইউনিয়ন পরিষদের ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পর্যায়ে গ্রাম্য আদালতে আইন ও বিচার ব্যবস্থা নিয়ে এখানে অ্যাপসের মাধ্যমে ব্যাপক আলোচনা হয়। ক্যাচ বাংলাদেশ লিমিটেডের পক্ষে উপস্থিত ব্যক্তিদের মধ্যে তথ্য প্রযুক্তি মাধ্যমে আইন ও বিচার ব্যবস্থা আলোকপাত করেন প্রকেক্ট ম্যানেজার ইমতিয়াজ আল কাফি, প্রধান প্রযুক্তি অফিসার সামিউর রহমান ও সফটওয়ার ইঞ্জিনিয়ার ডিএম বিকাশ। রামপাল ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিসহ সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য প্রায় ২০জন ব্যক্তি এ সেমিনারে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *