নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ ৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর মনোনীত প্রার্থী প্রফেসর মো আবু ইফসুফ এর সাথে জেলার সংবাদকর্মীদের মত বিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১১ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সফিউদ্দিন মিলায়তনে এ মত বিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
এ সময় প্রফেসর মো আবু ইউসুফ ছাড়াও মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির মুন্সীগঞ্জ পৌরসভার আমির এইচ এম বায়েজীদ, সেক্রেটারি মো উজ্জ্বল হোসেন, সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মো আব্দুল মবিন।
এ সময় উপস্থিত সংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রফেসর মো আবু ইফসুফ বলেন, জামায়াত ক্ষমতা গেলা মুন্সীগঞ্জ একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, মুন্সীগঞ্জ সদরের সাথে যোগাযোগ সহজ করার জন্য মেঘনা নদীতে একটি ব্রীজসহ মুন্সীগঞ্জে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করা হবে।