নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ দিবস উপলক্ষে ৮ অক্টোবর বুধবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সকাল ১১টার দিকে আলোচনা সভা অনুষ্ঠত হয়। এসময় আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মাঝে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এ দিবসের অনুষ্ঠানে আয়োজনে ছিলেন জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা শিশু একাডেমি।
দিবসের শুরুতে কালেক্টরেট প্রাঙ্গণে কন্যা শিশুদের সাথে নিয়ে রং বেরঙের বেলুন উড়িয়ে উৎসবমুখর পরিবেশে দিবসের উদ্বোধন করা হয়।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা আলেয়া ফেরদৌসী ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা দেওয়ান হাফিজুর রহমান।