নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে মেঘনা নদী থেকে কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়। ৯ অক্টোবর বুধবার মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
সরকার ঘোষিত মা ইলিশ সংরক্ষণ কর্মসূচি বাস্তবায়নে মুন্সীগঞ্জ জেলায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী মা ইলিশ রক্ষা অভিযান পরিচালিত হচ্ছে।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ সার্বক্ষণিক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করছেন।
এদিন মুন্সীগঞ্জ সদর উপজেলার চর মশুরা, মধ্যচর, রমজানবেগ ও বকচর সংলগ্ন মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এসময় আনুমানিক ১০,০০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ ও আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। মোবাইল কোর্টের এ অভিযানে ছিলেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদেও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা।
এ কমসূচি বাস্তবায়নের সময়ে জেলার সকল উপজেলায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে এবং সচেতনামূলক প্রচারণা চলমান রয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল সচেতন নাগরিককে মা ইলিশ রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।