নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদ শতবর্ষ উদযাপন করেছে। শনিবার ২৬ জুলাই মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি রিহার্সেল রুমে বিকেল সাড়ে ৫টার দিকে শতবর্ষ উদযাপন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: সাখাওয়াৎ হোসেন। মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি গোলাম আশরাফ খান উজ্জ্বলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মো: মাহবুব উল আলম স্বপন, দৈনিক আমারদেশ পত্রিকার এক্কাদোক্কার পরিচালক সাহিত্যিক এনায়েত রসুল, কবি যাকির সাইদ ও কবি নুরুন্নাহার মুন্নি। এতে আলোচনা করেন নাট্যকার জাহাঙ্গীর আলম ঢালী ও রাজ মল্লিক। শতবর্ষ উদযাপন উপলক্ষে ৫জন গুণীকে সম্মাননা প্রদান করা হয়। সাহিত্যে মামুন রশীদ (বগুড়া), অনুবাদ সাহিত্যে মাইনুল ইসলাম মানিক (চাঁদপুর), গীতিকার মো. সারোয়ার আলম (শেরপুর), নাট্য চর্চায় অপূর্ব সূচনা (মুন্সীগঞ্জ) ও শিক্ষকতায় মো: জাহাঙ্গীর হোসেন (মুন্সীগঞ্জ)। সাহিত্য অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি অনু ইসলাম, কবি রোকসানা মহুয়া, কবি আব্দুল্লাহ আল মোমিন, কবি অয়ন সাঈদ, কবি মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল, কবি কুমার সুশান্ত সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি রোকসানা মহুয়া।