নাটোরে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

নাটোরের লালপুরে পদ্মা জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার (২২ জুন) বিকেলে নবজাতকের স্বজনরা হাসপাতালের সামনে হট্টগোল করেন। পরে রাত ১১টার দিকে ৩ জনের নাম উল্লেখ করে লালপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৯ জুন বিকাল ৪টার দিকে দক্ষিণ লালপুর এলাকার ফয়সাল খানের স্ত্রী জাহানারা খাতুনকে (৩১) ওই হাসপাতালে ডা. ফারজানা ইসলাম বিভার অধীনে ভর্তি করা হয়। পরে রাত পৌনে ৯টার দিকে প্রসব ব্যথা শুরু হলে হাসপাতালের নার্স ও আয়া ডেলিভারি করানোর চেষ্টা করেন। পরে রাত ১০টার দিকে নার্স ও আয়া মিলে সন্তান প্রসব করান। তারপরই নবজাতকের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে, সেই সময় চিকিৎসক না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা প্রদান করতে ব্যর্থ হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতককে রাজশাহীতে রেফার্ড করেন। পরের দিন সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

স্বজনদের দাবি, চিকিৎসক ছাড়াই নার্স ও আয়া দিয়ে সন্তান প্রসব করানোর সময় নবজাতকের গলা, মাথা ও বুকে গুরুতর জখম হয়। এবং হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণেই নবজাতকের মৃত্যু হয়েছে।


এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও হাসপাতাল কর্তৃপক্ষ বা চিকিৎসক ফারজানা ইসলামের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


এ বিষয়ে লালপুর থানার পরিদর্শক তদন্ত মমিনুজ্জামান বলেন, ‘বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *