সিরাজদিখানে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে টেটাবিদ্ধ ৬

নিজস্ব প্রতিবেদক
সিরাজদিখান উপজেলায় গ্রামবাসীর মধ্যে এক সংঘর্ষে ৬ জন টেটাবিদ্ধ হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরো ৩০ জন আহত হয়েছেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এখানে দুই গ্রামবাসীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন বলে খবর পাওয়া গেছে।
সোমবার ২৩ জুন দুপুর দেড়টার সময় সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়নের মোল্লাকান্দি ও খাসমহল গ্রামের লোকজনের মধ্যে বালুরচর বাজারের চৌরাস্তায় এ সংঘর্ষ বাঁধে। তাতে উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হয়। এ ঘটনার সময়ে এখানকার প্রধান বাজারের প্রায় দশটি দোকান ভাঙ্গচুরের ঘটনা ঘটে।
জানা যায়, মোল্লাকান্দি গ্রামের সুরুজ মিয়ার ছেলে শাহীন বেপারী (৩২) তার মালিকানাধীন ব্যাটারিচালিত অটোরিকশা গ্যারেজের ছয় মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সোমবার দুপুরে সিরাজদিখান পল্লী বিদ্যুৎ অফিসের একজন কর্মকর্তা বিল আদায়ে গ্যারেজে যায়। এ সময় গ্যারেজ মালিক শাহীন বেপারীর সঙ্গে কর্মকর্তার কথা কাটাকাটি হয়। পরে পাশের খাসমহল গ্রামের সুলতান সর্দার (৪০) এ ঘটনায় হস্তক্ষেপ করলে দু’জনের মধ্যে হাতাহাতি শুরু হয়। আর তাতেই একপর্যায়ে দুই গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ ছড়িয়ে পরে।
এখানকার খবর পেয়ে সেনাবাহিনী ও সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বালুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন বলেন, এখানে তুচ্ছ ঘটনায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বালুচর বাজারে পুলিশ মোতায়েন রয়েছে এবং সেনাবাহিনীর একটি দলও ঘটনাস্থলে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *