আবু হানিফ রানা
মুন্সীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৫ জুন সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা কালেক্টর মাঠের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে জেলা প্রশাসকের সেমিনার কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম ও অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির। এসময় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক। আলোচনা সভা শেষে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত ডিসি অফিস চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।