নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার ২৬ জুন সারাদেশের ন্যায় মুন্সীগঞ্জে এইচএসসি আলিম ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনের এ পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত। এসময় সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার ও মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান। এদিন জেলা প্রশাসক সরকারি হরগঙ্গা কলেজ ও মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজের কেন্দ্রসমূহ পরিদর্শন করেন। উল্লেখ্য, মুন্সীগঞ্জ জেলায় এবছর ২২ টি কেন্দ্র ও ৩ টি ভেন্যুতে এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় সর্বমোট ৯৫২২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।