নিজস্ব প্রতিবেদক
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের (মিটফোর্ড হাসপাতাল) যুবদল কর্মী লাল চাঁদ ওরফে সোহাগকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চারটি সংগঠন। তারা হচ্ছে বৈষম্যবিরোধী আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি, ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী আন্দোলন। শনিবার ১২ জুলাই দুপুর দিকে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই চার সংগঠনের নেতা কর্মীরা ঘণ্টাব্যাপী প্রতিবাদ মানববন্ধন করেন। পরে মানবন্ধন শেষ করে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সুপার মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক জাকারিয়া, যুগ্ম সদস্য সচিব ফারদিন হাসান আবির ও নোমান আল মাহমুদ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক গাজী আলিম ও জেলা যুগ্ম সম্নয়কারি ফারজানা আক্তার। ইসলামী ছাত্র আন্দোলের সদস্য সচিব মুজাহিদুল ইসলাম জান্নাতুল ও মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক সাফিল আস সামী।