মাহাবুব আলম লিটন
রবিবার ১২ অক্টোবর বিকেলে নিরাপদ সড়ক চাই (নিসচা) মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যাগে মুন্সীগঞ্জ প্রেসক্লাব হল রুমে সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুপারস্টার ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করা হয়েছে।
দোয়া মাহফিল শেষে প্রেসক্লাব চত্বরে বৃক্ষ রোপণ এবং প্রেসক্লাবের সামনের ব্যস্ততম রাস্তায় লিফলেট বিতরণ বিতরণ করা হয়েছে।
নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমান এর সঞ্চালনায় এবং সভাপতি মোঃ আতিকুর রহমান টিপুর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মোঃ তাজুল ইসলাম, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছিরউদ্দীন জুয়েল,
সাবেক সভাপতি কাজী সাব্বির আহম্মেদ দীপু, সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি এ্যাড. জানেব আলম প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি সাংবাদিক মাহবুব আলম লিটন ও মোঃ জিয়াউর রহমান।