অস্ত্র প্রশিক্ষণ ভিডিও ভাইরালে তিনজন গ্রেপ্তার

মাহাবুব আলম লিটন
মুন্সীগঞ্জের শ্রীনগরে অস্ত্র চালানোর প্রশিক্ষণরত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচিত ‘রাসেল-ফয়সাল বাহিনী’র প্রধান রাসেল হাওলাদারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গেল মঙ্গলবার ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগ এলাকার একটি ভাড়াটিয়া বাসা থেকে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন, শ্রীনগরের বাঘড়া ইউনিয়নের রাসেল হাওলাদার (৩০), সাখাওয়াত বেপারি (২৮) ও তারেক খান (৩০)।
ঊুধবার ১৫ অক্টোবর বিকেলে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সুপার বলেন, “কিছুদিন আগে নিজেদের মোবাইলে ধারণ করা অবৈধ অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়। বিষয়টি পুলিশের নজরে আসার পর থেকেই ভিডিওতে থাকা ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হয়।”

পুলিশ জানায়, ভাইরাল ভিডিওটির স্থান শনাক্ত করা হয়েছে শ্রীনগর কলেজের পূর্ব-উত্তর কর্নারের একটি পুকুরপাড়ে। ভিডিওতে দেখা যায়, চারজন যুবক হাতে পিস্তল নিয়ে গুলি চালানোর প্রশিক্ষণ দিচ্ছেন ও নিচ্ছেন। তাঁদের মধ্যে দুজনের হাতে দুটি আগ্নেয়াস্ত্র ছিল।

ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, “দামি কিন্তু এইডা, দুইডা দিয়া শট করমু।”
অন্যজন জবাব দেন, “দুইডা দিয়া শট করা যাইব না, একটা দিয়া শট করতে হইব। গুল্লি রেয়ার, পাওয়া যায় না।”
পরে একজন বলেন, “লকটা খুলে টিপ দিলেই গুলি বের হইব।”

এক পর্যায়ে একজন যুবক আকাশের দিকে গুলি চালানোর ভঙ্গি করেন। পুরো ঘটনাটি ভিডিও করে তাঁদের মধ্যে একজন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভিডিওতে দেখা যুবকদের মধ্যে রাসেলের বাড়ি বাঘড়া ইউনিয়নে, ফয়সালের বাড়ি কামারখোলায়, সাদা টি-শার্ট ও টুপি পরা আহিরের বাড়ি শ্রীনগর ইউনিয়নের মথুরা পাড়ায় এবং কালো পাঞ্জাবি পরা অর্পণের বাড়ি একই এলাকায়।

পুলিশ সুপার শামসুল আলম সরকার বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে যাচাই বাছাই চলছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভিডিওতে থাকা অন্যান্যদেরর শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *