ঢাকায় বিপ্লব গ্রেফতার, জেল হাজতে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ মুন্সীগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে গ্রেফতার করেছে। রবিবার ২২ জুন রাত ১০টার দিকে ঢাকার তেজগাঁও থানার মনিপুরের আবাসিক এলাকার একটি এপার্টমেন্ট থেকে লালবাগ থানার জোনাল টিমের ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। সোমবার ২৩ জুন দুপুরে তাকে ঢাকা মহানগর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। তাকে এদিন ঢাকার কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের জেল হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে।
চব্বিশ সালের ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকায় আওয়ামীলীগ যুবলীগ এবং ছাত্রলীগের সন্ত্রসীদের সাথে সংঘর্ষে গোলাগুলিতে উত্তর ইসলামপুরের রিয়াজুল ফরাজী, মো. সজল ও মনোয়ার হোসেন ডিপজল গুলিতে নিহত। সেই সময় সেখানে শতাধিক ছাত্র জনতা আহত।
পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার জানান, মোহাম্মদ ফয়সাল বিপ্লবের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় ৩টি হত্যা মামলাসহ ৬টি মামলা রয়েছে।
৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর তিনি আত্নগোপনে চলে যান।
তিনি মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ মুজিবরের একান্ত সহচর (দেহরক্ষী) মো: মহিউদ্দিনের বড় ছেলে।
মোহাম্মদ ফয়সাল বিপ্লব মুন্সীগঞ্জ পৌরসভার দুই দুইবারের মেয়রসহ পরবর্তীতে মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *