মুন্সীগঞ্জ কারাগারে বন্দী আ’লীগ নেতা নান্নুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সারোয়ার হোসেন নান্নু (৬০) বন্দি অবস্থায় মারা গেছেন। মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ জানিয়েছেন, বুকের ব্যাথার কারণে রবিবার ২৭ জুলাই ভোর রাত সাড়ে ৩টায় জেলখানা থেকে হাসাপাতালে নিলে ৪টার দিকে সে মারা যান।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আতাউল গনি জানান, তাঁর উপসর্গ পর্যবেক্ষণে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সারোয়ার হোসেন নান্নুর। নান্নু হচ্ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের ভাগ্নি জামাই। তাঁর শশুড় হচ্ছেন এ জেলার চিত্রশিল্পী প্রয়াত আব্দুল হাই। চিত্রশিল্পী প্রয়াত আব্দুল হাইয়ের নামে মুন্সীগঞ্জ শহরের মালপাড়া এলাকায় সরকারিভাবে একটি কমপ্লেক্স্রে রয়েছে। তবে সেটি জীর্ণদশার কারণে বর্তমানে ব্যবহার হচ্ছে না। তাঁর স্ত্রী হচ্ছেন কুমকুম।
জেল সুপার বলেন, রাজনৈতিক মামলায় গ্রেফতারের পর গত ৫ মে থেকে সারোয়ার হোসেন নান্নু মুন্সীগঞ্জ কারাগারে বন্দি ছিলেন। নান্নুর তিন কন্যা রয়েছেন, দুজন রাজধানী ঢাকায় এবং একজন যুক্তরাজ্যে বসবাস করেন।
সারোয়ার হোসেন নান্নু মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ মোহাম্মদ ফয়সাল বিপ্লবের ফুফাতো বোনের জামাই।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, বন্দি অবস্থায় মারা যাওয়া সারোয়ার হোসেন নান্নুর বিরুদ্ধে গত বছরের ৪ আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সহিংসতার ঘটনায় একটি হত্যা মামলা রয়েছে। মামলা নং ৩১ (৮) ২০২৪ । এই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *