মুন্সীগঞ্জে খানাখন্দে ভরা খানকা দালালপাড়ার রাস্তা

নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডে দক্ষিণ খানকা দালালপাড়ার রাস্তাটি খানাখন্দে ভরা। রাস্তাটির বেহালদশার কারণে এ রাস্তাটিতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এ রাস্তাটিতে জায়গা জায়গায় রাস্তার পিচ উঠে গেছে। আর তাতে এ রাস্তা দিয়ে চলাচলে মানুষের নানা রকমের অসুবিধা হচ্ছে।

এ রাস্তাটি নানা কারণে সবার কাছে গুরুত্বপূর্ণ। এখানে সুফি সাধকের একটি খানকা থাকাতে এ ্এলাকার নাম করণ করা হয়েছে খানকা দালালপাড়া। তবে এখানে অনেকের বংশের পদবির সাথে দালাল থাকাতে খানকার সাথে যুক্ত হয়ে পূর্ণাঙ্গ এলাকার নাম হয়েছে খানকা দালালপাড়া। এখানে এ রাস্তার পূর্বদিকের প্রবেশ মুখে রয়েছে রামপাল কলেজ।

এর দক্ষিণে একটি হাই স্কুল, প্রাইমারী স্কুল ও ধলাগাঁও বাজার রয়েছে। রামপাল কলেজের বেলি ব্রিজ থেকে কোনাকোনিভাবে রাস্তাটি চলে গেছে রামপাল ইউনিয়ন পরিষদ ও হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের দিকে। এরপর পরে রয়েছে তিনসিঁড়ি ও বছুরুননেছা উচ্চ বিদ্যালয়। এ পথে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এ ভাঙ্গা রাস্তা দিয়ে এখানকার শিক্ষার্থীরা চলাচল করে থাকে। এ রাস্তাটিতে সবচেয়ে ভাঙ্গার পরিমাণ হচ্ছে জব্বার দেওয়ান,

বাচ্চু দালাল, জামাল দালাল ও জয়নাল আবেদিনের বাড়ির সামনের অংশটিতে। এ পথে একটি দীঘি রয়েছে। সেখানে কম বেশি ভাঙ্গা রাস্তা দেখতে পাওয়া গেছে। তবে বিচ্ছিন্নভাবে নানা জায়গাতে রাস্তা ভাঙ্গা রয়েছে। এ রাস্তাটি হচ্ছে প্রকৃত অর্থে সদরের এলজিইডির আওয়াত। আর এ রাস্তা মেরামতে কাজ হচ্ছে এলজিইডির কর্তৃপক্ষের। এটি রামপাল ইউনিয়ন পরিষদের রাস্তা না।

তাই এ রাস্তা পরিষদ মেরামত করতে পারছে না। তবে এর ফলে ভোগান্তি হচ্ছে এ পথের চলাচলকারীদের। এ রাস্তা দিয়ে রামপালের লোকজনই সবচেয়ে চলাচল করে থাকে। এ রাস্তাটি রামপাল কলেজের পশ্চিম অংশ থেকে সুখবাসপুরের জোড়ার দেউল পর্যন্ত হচ্ছে এলজিইডির কোর্ডের রাস্তার অংশ। তবে এর পশ্চিমের বেশিরভাগ ভাঙ্গা রাস্তা ইতোপূর্বে এলজিইডি কর্তৃপক্ষ মেরামত করে ফেলেছে বলে এখানকার ইউপি মেম্বাররা দাবি করছেন।

রামাপাল ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার মো: আক্তার হোসেন বলেন, এ রাস্তার বিষয়টি সদর উপজেলা পরিষদের মাসিক সভায় জানানো হয়েছে।
রামাপাল ইউনিয়ন পরিষদের সচিব জিয়া উল হক বলেন, এ রাস্তাটি সদরের এলজিইডির অর্ন্তভুক্ত। এ রাস্তাটি তারা মেরামত করার কথা রয়েছে।

মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদের এলজিইডির প্রকৌশলী সালেহ হাসান প্রামানিক বলেন, এ রাস্তাটির বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *