মাহাবুব আলম লিটন
মুন্সীগঞ্জে “শিশু, কিশোর- কিশোরী ও নারী উন্নয়নে প্রচার কার্যক্রম” জেলা পর্যায়ে মিডিয়াকর্মীদের অংশগ্রহণে টাইফয়েড ভ্যাকসিন বিষয়ক দিনব্যাপী পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৯ অক্টোবর দুপুর ১২টায় মুন্সীগঞ্জ শহরের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিস মুন্সীগঞ্জ কর্তৃক আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার রহিমা আক্তার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মোঃ জসিমউদদীন ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী মোর্শেদ আলম, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মোঃ শাহাবুদ্দিন।
আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু কিশোরদেরকে টাইফয়েড টিকা প্রদান করা হবে।
৩ হাজার ৩শ ২৩টি স্থায়ী এবং অস্থায়ী কেন্দ্রে মোট ৪ লক্ষ ৬৯ হাজার শিশু কিশোরকে টাইফয়েড টিকা প্রদান করা হবে।
স্কুল পর্যায়ে শিশু শ্রেণি থেকে নবম শ্রেণি শিশুদেরকে এই টিকা প্রদান করা হবে। কর্মশালায় শিশুদেরকে টাইফয়েড টিকা প্রদানের গুরুত্ব তুলে ধরা হয়। প্রতিটি শিশু ও কিশোর কিশোরী যেন এই টিকা থেকে বাদ না পড়ে সে লক্ষে সকলকে কাজ করার আহবান জানানো হয়। কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ গ্রহণ করেন।