নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ শহরের অন্যতম বিদ্যাপীঠ সরকারি হরগঙ্গা কলেজ প্রাঙ্গণে সবুজ কুঁড়ি বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২টায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের সহযোগী অধ্যাপক ও ইংরেজি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মুন্সী সিরাজুল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সবুজ কুঁড়ি বাংলাদেশের সভাপতি মাহবুব আলম জয়, সহ-সভাপতি শাহ মোয়াজ্জেম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম উজ্জ্বল ও প্রচার সম্পাদক মেহেদী হাসান হিমেল সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এ সময় পরিবেশ সংরক্ষণ ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন রঙের ফুল গাছ রোপণ করা হয়।