নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজি ফয়সাল বিপ্লবকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রাজধানী ঢাকার চিফ মেট্্েরাপলিটন ম্যাজিস্ট্রেট মো: মোস্তাাফিজুর রহমানের আদালতে শুনানী শেষে তার জামিন নামঞ্জুর করে এ আদেশ প্রদান করা হয়। এদিন সোমবার ২৩ জুন তাকে আদালতে হাজির করা হয়। পল্টন মডেল থানার যুবদল নেতা মো: শামীম হত্যা মামলায় আসামি বিপ্লবকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। এসময় আসামী পক্ষের আইনজীবি জামিন চেয়ে শুনানী করেন। শুনানী শেষে আদালতে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিজ্ঞ বিচারক। এরপর তাকে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। মুন্সীগঞ্জ শহরে একাধিক হত্যা মামলা ও অন্যান্য মামলায় তাকে শোন এরেস্ট দেখানো হবে বলে থানা সূত্রে জানা গেছে। এরপর তাকে ঢাকা থেকে মুন্সীগঞ্জে আনা হবে।